শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাদমানের চোট গুরুতর নয়

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:১৭

টেস্ট খেলেছেন মাত্র চারটি। তারপরও ভারত সফরে বাংলাদেশের নিয়মিত ওপেনারের তকমাটা শুধু সাদমান ইসলামের জন্যই বরাদ্দ। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে তার পার্টনার বদলাচ্ছেই ভারতে। দুই টেস্টের সিরিজ খেলতে আজই বিমানে চড়বেন সাদমানসহ টেস্ট দলের ক্রিকেটাররা।

ভারতে যাওয়ার আগে গতকাল বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছেন সাদমান ও মেহেদী হাসান মিরাজ। দুপুরে মিনিট বিশেক ব্যাটিংয়ের পর হঠাত্ই নেট ছাড়েন সাদমান। থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন তিনি।

টিমবয় বুলবুলের ছোড়া বলটা বাঁহাতি এই ওপেনারের বাঁ হাতের কনুইয়ের নিচে আঘাত হানে। ব্যথা পেয়ে কিছুক্ষণ হাত ধরে বসেছিলেন এই তরুণ। পরে আরো একটি বল খেলেছেন। কিন্তু ব্যথার তীব্রতা টের পেয়েই কি না তখনই নেট ছেড়ে চলে যান। বল লাগা হাতের ঐ অংশ সঙ্গে সঙ্গেই লাল হয়ে গিয়েছিল। 

ফিজিওর কাছে প্রাথমিক চিকিত্সা নিয়ে ঘণ্টাখানেক পরে আইসব্যাগ নিয়ে মাঠে ফিরেন সাদমান। হাতের অবস্থান জানতে চাইলে ২৪ বছর বয়সি এই ক্রিকেটার বলেছেন, সমস্যা নেই। বড়ো কিছু নয়। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরীও গতকাল নিশ্চিত করেছেন, সাদমানের হাতের আঘাত গুরুতর নয়।