শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৮ ব্যান্ডের রক কনসার্ট

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৩

বিনোদন ডেস্ক

 

দীর্ঘদিন পর শীত মৌসুমকে রাঙাতে রক কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা শহরে। আগামীকাল যমুনা ফিউচার পার্কের হ্যালোইন হলে প্রায় ৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি ভেন্যুতে কয়েক বছর পর এমন কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

কনসার্টে মোট ৮টি রক ব্যান্ড অংশ নিচ্ছে। কনসার্টের টাইটেল দেওয়া হয়েছে ‘রকা রোলা’। কনসার্টের উল্লেখযোগ্য ব্যান্ডদলগুলো হলো আর্টসেল, অ্যার্বোভাইরাস, পাওয়ার সার্জ, মেকানিক্সসহ বেশকিছু হেভি মেটাল ব্যান্ডদল। উল্লেখ্য, কয়েকবছর পর এ বছর থেকেই আবারো রক ব্যান্ডগুলো তাদের বিচ্ছিন্নভাবে কনসার্টে মুখর করছে রাজধানীবাসীকে।

এই আয়োজন প্রসঙ্গে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের কর্ণধার চিত্রনায়ক সুমন ফারুক বলেন, ‘আমরা বেশকিছু চমক দিচ্ছি এই পুরো আয়োজনে। প্রায় দেড়যুগ পর এত বড় ভেন্যুতে কোনো রক কনসার্ট হতে যাচ্ছে। আমরা এমনভাবে প্রতিমাসে বিভিন্ন থিম নিয়ে কনসার্টের আয়োজন করতে চাই। সেই সিরিজ কনসার্টের প্রথমটি হতে যাচ্ছে আগামীকাল। আমরা কনসার্ট ভেন্যুতে সেরা গিটারিস্টদের হাতে দামি গিটার উপহার দিতে চাই। আর এই গিটার তুলে দেবেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। এছাড়াও আরো কিছু দারুণ চমক নিয়ে আসছে এবারের আয়োজন।’