আজ শোকের দিন। বাঙালির জাতির পিতাকে প্রায় সপরিবারে হত্যার নির্মম দিন; কিন্তু এমন শোকের দিন কেন আসিল? যাহার ক্যারিশম্যাটিক নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম, তাহাকে কেন বাঙালিদের হাতেই প্রাণ দিতে হইল? ইহার উত্তর খুঁজিয়া পাওয়া সহজ নহে। ইহার অনুসন্ধানে আমাদের একটু পিছনে ফিরিয়া দেখিতে হইবে।
ইতিহাসের দিকে তাকাইলে দেখা যাইবে, শতাব্দীর...