সোমবার, ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৫৫

ডেস্ক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

রূপগঞ্জে যুবলীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রূপগঞ্জ উপজেলার শ্রমজীবী কর্মহীন ৩ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল  যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক আলহাজ লায়ন শাহীন মালুম  ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সভাপতি ফজলুল করিম মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফজর আলী, উপজেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার বৃষ্টি, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিন রানা প্রমুখ।

মানিকগঞ্জে শিবমন্দিরের উদ্যোগে ত্রাণসহায়তা

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে শ্রী শ্রী শিব-সিদ্ধেশ্বরী মন্দিরের আয়োজনে অসহায় দুস্থ কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার বিকালে মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী শিববাড়ী মন্দিরে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় শতাধিক কর্মহীন পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আটা, তেল, আলু বিতরণ করা হয়। এ সময় শ্রী শ্রী শিব-সিদ্ধেশ্বরী মন্দিরের সহসভাপতি কালা চাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, অনির্বাণ পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আসুতোষ রায়, শিব-সিদ্ধেশ্বরী মন্দিরের উপদেষ্টা সুকুমার পাল নিমাই, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম সুজন প্রমুখ।