দুই দেশের মধ্যে উত্তেজনা সত্ত্বেও বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ইতালির রোমে জি-২০ সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেন ও এরদোয়ানের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। যদিও ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে বেশ উত্তেজনা ও কৌশলগত উত্তেজনা বিরাজ করছে। বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের জানান, তুরস্কের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়তে এবং মতানৈক্য দূর করার যথাযত পন্থা খুঁজে পেতে প্রেসিডেন্ট বাইডেন তার ইচ্ছার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। তাদের আলোচনায় অন্তর্ভুক্ত ছিল আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, দক্ষিণ ককাস, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার প্রসঙ্গ এবং যুক্তরাষ্ট্রের এফ-১৬ জঙ্গি বিমান কেনার অনুরোধের মতো বিষয়। -ভয়েস অব আমেরিকা