বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচনের প্রকাশিত পুনঃতফসিল চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ভোটার তালিকায় তিনজনের নাম অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য দু’জনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারীদের ব্যারিস্টার রাশনা ইমাম। আগামী ১১ ডিসেম্বর বায়রার নির্বাচনের জন্য দিন ধার্য রয়েছে।