মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউআইইউ-চার্টার্ড স্কিলস যৌথ চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৮ জুন ২০২২, ২০:২৮

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ ও চার্টার্ড স্কিলস-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ জুন) ইউআইইউ ক্যাম্পাসে যৌথ চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

প্রতিষ্ঠান দুটি যৌথভাবে পরিচালনা করতে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (পিজিডি আইবি), প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স এর সার্টিফিকেট কোর্স। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রফেসর ডক্টর মফিজুর রহমান (ভাইস চ্যান্সেলর, ইউআইইউ), প্রফেসর ডক্টর কামরুজ্জামান (পরিচালক, আইবিইআর; ইউআইইউ), ডক্টর খন্দকার মাহমুদুর রহমান, মনজুরুল হক খান প্রমুখ।

চার্টার্ড স্কিলস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, চেয়ারম্যান (এডুকেশন কমিটি), জাকারিয়া কাওসার, (সিইও এবং কো ফাউন্ডার), অ্যাডভোকেট আবরার খান তাসলিম, (চেয়ারম্যান, লিগ্যাল কমিটি), অ্যাডভোকেট আব্দুল আল হাদী (হেড অফ কর্পোরেট এফেয়ার্স), আরিফুল আলম (হেড অফ রিচার্চ এন্ড ট্রেইনিং) এবং চার্টার্ড স্কিলসের অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক/এএএম