টঙ্গীতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার টঙ্গীর বিসিক হাজির মাজার এলাকায় কর্পোরেট গ্রুপের সহযোগী ‘টিম গ্রুপ’ এই কর্মসূচির আয়োজন করে। দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ও চারজন নার্স এই সেবা প্রদান করেন। টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিম ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে ওষুধ বিতরণ করে।
টঙ্গীর বিসিক হাজির মাজার কাউন্সিলর গিয়াস সরকার তার এলাকায় দুস্থদের সহায়তায় টিম গ্রুপের এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সেবা কার্যক্রমের ফলে তার এলাকার গরিব মানুষ উপকৃত হচ্ছে। দুস্থদের এই সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে আব্দুল্লাহ হিল রাকিবকে তিনি অনুরোধ জানান। এ সময় টিম গ্রুপের মহাব্যবস্থাপক নূর-ই সাইফুল্লাহ ফয়সাল, ব্যবস্থাপক তানভীর আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।