বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইটনায় ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০২:৪৫

ইটনা থানার পুলিশ সোমবার সন্ধ্যায় ৩২ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাদের এলংজুরি ইউনিয়নের ছিলনি ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

এরা হলো—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াগাঁও গ্রামের আল আমিন মিয়া (৪০) ও পত্তন গ্রামের আক্তার হোসেন ওরফে এমদাদ (২৫)। 

ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, বিজয়নগর থেকে নৌপথে মাদক আসার পর নৌকা বদলের সময় পুলিশ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে ইটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম