সম্প্রতি দুবাই ভিত্তিক বিশ্ব বিখ্যাত ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন ঘোষিত আইটি সেক্টরে 'এক্সেলেন্স ইন লিডারশিপ বাংলাদেশ ২০২২' ঘোষণা করা হয়েছে। এ সম্মানে ভূষিত হয়েছেন ওমেগা এক্সিম লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মাকসুদ বেগ।
ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি প্রকাশনা সংস্থা, যারা ধারাবাহিক ভাবে বিশ্বব্যাপী বিভিন্ন খাতে উৎকর্ষ অর্জনের জন্য অ্যাওয়ার্ড ঘোষণা করে থাকে। শুধু বাংলাদেশেই নয়, সংস্থাটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আমেরিকা, এশিয়া ও ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে এই অ্যাওয়ার্ডটি ঘোষণা করে থাকে।
আব্দুল্লাহ আল মাকসুদ বেগ তার কর্মজীবনের শুরু থেকেই আইটি ও টেলিকমিউনিকেশনস সেক্টরের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ দিন থেকে বাংলাদেশএর আইটি সেক্টর-এর উন্নয়ন এ বিভিন্ন ভাবে অবদান রেখে যাচ্ছেন। তিনি বর্তমানে ওমেগা এক্সিম-এর পরিচালক ছাড়াও মাইক্রো রিটেল টেক স্টার্ট আপ ডিজিটং, ও ফেমাস ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির পরিচালকের দায়িত্বও পালন করে যাচ্ছেন। এছাড়াও উদীয়মান এন্ট্রাপ্রেনিউর হিসেবে সম্প্রতি জুনিয়র চেম্বার অফ ইন্টারন্যাশনাল (JCI) বাংলাদেশের পরিচালক হিসেবে নির্বাচিত হন।