সম্প্রতি সৌদি আরবের মক্কায় ক্লক টাওয়ারে বজ্রপাত আঘাত হেনেছে। ওই ঘটনার ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
ভিডিওতে দেখা যায়, স্থাপনাটিতে বজ্রপাত আঘাত হানার পরপর আশেপাশের আকাশ আলোকিত হয়ে বিরল এক চোখধাঁধানো দৃশ্যের অবলোকন ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মুলহাম এইচ নামক এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করেছেন। তিনি জেদ্দার কিং আব্দুলআজিজ বিশ্ববিদ্যালয়ের একজন জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ।
পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, 'কিছুদিন আগে বৃষ্টির মধ্যে মক্কার বুর্জ আল-সা ভবনে বজ্রপাত আঘাত হানে'। তার এই পোস্ট মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি টুইটারে প্রায় ১৩ লাখ দেখা হয়েছে।
বহু সংখ্যক টুইটার ব্যবহারকারী পোস্টটি রিটুইট করেছে। যেখানে তারা এই চমকপ্রদ দৃশ্যটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।
মস্তিষ্কের কোষ নিউরণের সঙ্গে তুলনা করে গ্যান্ডাল দ্য গ্রে ইউজারনেমের একজন রিটুইটে লেখেন, 'বজ্রের আঘাতের দৃশ্যটি নিউরনের সঙ্গে সাদৃশ্যপূর্ণতা আমাকে পুলকিত করেছে'।
গত কিছুদিন যাবত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় ও প্রবল বৃষ্টিপাত হচ্ছে।