ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জয় ছাড়া অনন্য পথ নেই টাইগারদের সামনে। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেলেও সেটি সামলে ওঠার আভাসও পাওয়া গিয়েছিলো। তবে শেষ পর্যন্ত আবার সেই ভরাডুবির শঙ্কা।
আজকের ম্যাচে বাংলাদেশেরে একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া আরও দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
মেকশিফট ওপেনার হিসেবে ব্যর্থ হওয়ায় আজ সাব্বির রহমানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নেমে আজও ব্যররথ্য আরেক মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ। মাত্র ১২ রানেই মিরাজ ফিরে গেলে অবশ্য শান্ত আর তিনে নামা লিটন দাস মিলে টাইগার ব্যাটিংয়ের হাল ধরেছিলেন ভালোভাবেই।
দুজন মিলে গড়েন ৪১ রানের জুটি। শান্ত খেলতে থাকেন কিউই বোলারদের ওপর চড়াও হয়েই। হঠাৎ করেই ছন্দপতন। ব্রেসওয়েলের বলে তার হাতেই ফিরতি ক্যাচ দিয়ে দলীয় ৫৩ রানে ফিরে যান লিটন।
সঙ্গীকে হারানোর পর আর টিকতে পারেননি শান্ত। ইস সোধির করা ইনিংসের ৯ম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন শান্ত। ইশা সোধি ছিলেন বোলার। মার্ক চ্যাপম্যানের হাতে ধরা পড়ার আগে করেন ২৯ বলে ৩৩ রান।
এরপর মোসাদ্দেক আর ইয়াসির আলীও ফিরেছেন দলকে হতাশায় ডুবিয়ে। আশা জাগিয়েও আবারও সেই ভরাডুবির শঙ্কা টাইগার ইনিংসে। দলকে বড় সংগ্রহ এনে দিতে ক্রিজে লড়াই করছেন অধিনায়ক সাকিব আল হাসান আর আফিফ হোসেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেটে ৮৮ রান। ২২ বলে ১৯ রান নিয়ে ব্যাটিং করেছেন আফিফ আর ৫ বলে ৪ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন সাকিব।