মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তরুণ প্রজন্মের আইডল শাইখ সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানী

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৪:০৭

১৭ রবিউল আউয়াল ১৪২৪ হিজরি রোজ সোমবার, হযরত সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরী (মা.জি.আ.) ও সৈয়দা নাঈমা খাতুন-এর ঘরে জন্মগ্রহণ করেন সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানী।

শায়েখের প্রথম হাতেখড়ি আলেমা সৈয়দা নাঈমা খাতুনের কাছে হয় এরপর তিনি প্রথম শ্রেণী পর্যন্ত ঢাকার লক্ষ্মীবাজারে চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলে পড়েন। পরবর্তীতে উস্তাদুল কুর্রা ওয়াল হুফ্ফাজ শাইখ ক্বারী নাজমুল হাসান (দা.বা.) এর ঢাকা যাত্রাবাড়ী তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসায় হিফজ পড়েন। উক্ত মাদরাসা থেকে বহু আন্তর্জাতিক হাফেজ বের হয়েছেন যেমন হাফেজ নাজমুস সাকিব, জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন, শিহাব উল্লাহ ইত্যাদি। 

ছোটবেলা থেকেই শাইখ অনেক মেধাবী ছাত্র ছিলেন। ওনার ওস্তাদের কাছে জানা যায় যে, মাত্র এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ কায়দা শেষ করে ফেলেছিলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে হিফজ শেষ করেন তারপরে চলে যান ঢাকার নরিন্দা দারুল উলুম আহ্সানিয়া কামিল মাদরাসায় সেখানে সমাপনি, জে এস সি, এস এস সি, এবং এইস এস সি পরীক্ষায় সর্বত্রই গোল্ডেন এ প্লাস পান, বর্তমানে শাইখ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন পাশাপাশি মিশর জামেয়া আল-বিশ্ববিদ্যালয় থেকে ইলমুল ক্বেরাতের ওপরে ড. শাইখ আব্দুল ফাত্তাহ ত্বারুতী হাফি. এর কাছে ইজাজা নিচ্ছেন।

পড়াশুনার পাশাপাশি শাইখ নিউইয়র্কের ওজনপার্ক জামে মসজিদে দীর্ঘ ৩ বছর খতীবের দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশনে নিয়মিত কুরআন তেলাওয়াত করে থাকেন। সিলেটের বন্যা ক্ষতিগ্রস্থদের টাকা অনুদানসহ বহু সামাজিক কাজ করে থাকেন। তিনিই বাংলাদেশের সর্বপ্রথম ইসলামিক স্কলার তার টুইটারে ব্লু ব্যাজ ভেরিফিকেশন পেয়েছেন। 

ইত্তেফাক/এআই