রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২০০ জুতা চুরির পর ৩ চোর বুঝলেন... 

আপডেট : ০৫ মে ২০২৩, ২০:০১

তিন চোর, জুতা চুরি করতে এক দোকানে ঢুকেছেন। চুরি করতেও সফল হয়েছেন। অন্তত ২০০ জুতা চুরি করেছেন। তবে চুরি করে আনার পর ভালোভাবে জুতাগুলো লক্ষ্য করার পরেই তাদের কপালে ভাঁজ পড়ে! 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর হুয়ানকায়ো শহরের একটি জুতার দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পর চোর দেখতে পান জুতাগুলো শুধুমাত্র এক পায়ের-ডান পায়ের জন্য।

১৩ হাজারের বেশি ডলার মূল্যের জুতাগুলো বিক্রি করতে চোরদের ঝামেলায় পড়তে হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। জুতাগুলো চুরির সময় তিন চোর তাড়াহুড়া করেছেন কি না তা স্পষ্ট নয়। 

চুরির ঘটনার দৃশ্য নিরাপত্তা ক্যামেরাতেও ধরা পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিন চোর দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর বিভিন্ন ব্র্যান্ডের জুতার বাক্সগুলো একটি ট্রাইসাইকেলে করে নিয়ে যান।

স্থানীয় পুলিশ প্রধান এদুয়ান দিয়াজ স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি। এই চুরির অস্বাভাবিক ঘটনা হলো কেবল ডান পায়ের জুতা চুরি হয়েছে। এদুয়ান দিয়াজ আরও বলেন, ফুটেজ ও ফিংগারপ্রিন্ট ব্যবহার করে আমরা অভিযুক্তদের ধরতে পারবো। 

ইত্তেফাক/এসআর

এ সম্পর্কিত আরও পড়ুন