বাংলাদেশ ও দেশের বাইরে ডিজাইনকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নতুন মাত্রা আতিকুর রহমান, বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় প্রোডাক্ট ডিজাইনার।
৭ বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আতিকুর রহমান কাজ করেছেন ৪০+ প্রোডাক্টে ২০টির বেশি ইন্ডাস্ট্রি নিয়ে। বর্তমানে তিনি একজন ইউজার এক্সপেরিয়েন্স লিড হিসেবে রিমোট জব করছেন ইউরোপে আমস্টারডামবেসড একটি কোম্পানি ওটার এ। এখানে তিনি একটি ডিজাইন টিম লিড করেন এবং এর মাধ্যমে কোম্পানির প্রোডাক্টের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার কাজ করে থাকেন।
আতিকুর রহমানের কাজ শুধুমাত্র তার চাকরিতেই সীমাবন্ধ নেই। ডিজাইন কমিউনিটিকে প্রডাক্ট ডিজাইন নিয়ে শেখানোর জন্য তার একটি উদ্যোগ হলো “ইউএক্স টকস উইথ আতিক”।
ডিজাইনাদের জন্য ইউটিউব ও পডকাস্টের মাধ্যমে প্রতিনিয়ত তিনি শেয়ার করে চলেছেন, ক্যারিয়ার পরামর্শ, ডিজাইন টিপস এবং ডিজাইন লার্নিং। বছর শেষ হতে না হতেই তার ইউটিউবে চ্যানেলের লার্নার এখন ৭,৮০০ জন। ইউটিউব এবং পডকাস্টের বাইরেও ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন এ সবসময়েই চলছে ডিজাইন নিয়ে নতুন কিছু শেখা। চারিদিক এখন অনেক ধরনের ভুয়া লার্নিং ইন্সটিউটের ছড়াছড়ি। না বুঝে সেসব জায়গায় ভর্তি হয়ে অনেকেই হচ্ছেন সর্বশান্ত। আতিকুর রহমানের উদ্দেশ্য একটি সুন্দর ডিজাইন কমিউনিটি গড়ে তোলা যেখানে চাইলে যে কেউ খুব সহজেই যেকোন কিছু শিখতে পারবে। এর জন্য তাকে কোথাও টাকা খরচ করতে হবে না কিংবা প্রতারকের খপ্পড়ে পড়তে হবে না।
গত বছর আতিকুর রহমান ডিজাইনমংকস নামে একটি ডিজাইন এজেন্সি প্রতিষ্ঠা করেন। এটি একটি সম্পূর্ন রিমোট ডিজাইন এজেন্সি যেখানে ওয়ার্ক লাইফ ব্যালান্স, এমপ্লয়ির মানসিক স্বাস্থ এই ব্যাপারগুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয়। ডিজাইন মংকস একই সাথে সমানতালে দেশের এবং বিদেশের কাজ করে চলেছে।
ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে আতিকুর রহমান লেখালেখি করতেন। সেসময় তার রচিত গল্প "গল্পদ্য" নামে একটি গল্প সংকলের ছাপা হয় একুশে বই মেলায়। পরে তিনি "লাইফ+" নামে একটি অ্যাপ নিয়ে কাজ করেন তার ইউনিভার্সিটির আরেক বন্ধুর সাথে। এবং এর মাধ্যমেই তার প্রোডাক্ট ডিজাইন ক্যারিয়ার শুরু হয়। লাইফ+ অ্যাপটির কাজ ছিল এর মাধ্যমে আপনি খুব সহজেই লাইভ ব্লাড ডোনার খুঁজে পেতে পারতেন।
আতিকুর রহমানে স্বপ্ন ডিজাইন মংকসকে একটি ইন্টারন্যাশনাল এজেন্সিতে পরিণত করা। পাশাপাশি ইউএক্স টকস উইথ আতিক এর মাধ্যমে তিনি চান একটি সুন্দর নলেজ শেয়ারিং কমিউনিটি গড়ে তুলতে যেখানে প্রোডাক্ট ডিজাইন নিয়ে নিত্য নতুন জিনিস শেখা হবে সবসময়।