শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংযুক্ত আরব আমিরাতে শতভাগ সফল দুই স্কুল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৯

প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত দু’টি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করেছে।

রাজধানী শহর আবুধাবিতে শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মীর আনিসুল হাসান জানান, জেএসসিতে ‘এ প্লাস’ পেয়েছে ৩ জন।

‘এ’ পেয়েছে ১৯ জন, ‘এ মাইনাস’ পেয়েছে ৭ জন। ‘বি’ পেয়েছে ১১ জন এবং ‘সি’ পেয়েছে ৫ জন। স্কুলটিতে পিইসি পরীক্ষায় ৫ জন ‘এ প্লাস’ পেয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। এদিকে দেশটির অন্য বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে জেএসসি এবং পিইসিতে শতভাগ উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: বিদেশ সফর বন্ধ করে দিলেন সতর্ক মোদি

স্কুল পরিচালনা কমিটির সভাপতি পিয়ার মোহাম্মদ জানান, পিইসিতে ৩৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে একজন ‘এ প্লাস’ সহ বাকি ৩৩ জন ‘এ’ পেয়েছে। স্কুলটিতে জেএসসি পরীক্ষায় ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে ‘এ’ পেয়েছে ২৮ জন, ‘এ’ মাইনাস পেয়েছে ১৪ জন এবং ‘বি’ পেয়েছে ৭ জন।

ইত্তেফাক/এমআই