শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউ জার্সিতে কাউন্সিলম্যান হিসেবে আবারো শপথ নিলেন মুক্তিযোদ্ধা ড. নূরন নবী

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্লেইন্সবরো টাউনশিপের কমিটিম্যান (কাউন্সিলম্যান) হিসেবে ২ জানুয়ারি এক অনুষ্ঠানে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী। তিন বছর মেয়াদে এটি নূরন নবীর চতুর্থ বিজয়। 

ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে ২০০৭ সাল থেকেই তিনি জয়ী হয়ে আসছেন। শপথ অনুষ্ঠানে তার সহধর্মিণী ড. জিনাত নবী উপস্থিত ছিলেন। 

গত নভেম্বরের নির্বাচনে ড. নবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্লেইন্সবরো টাউনশিপে আর কোন বাংলাদেশি বসবাস করেন না। শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকাটির সকলের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন টাঙ্গাইলের সন্তান ড. নূরন নবী। ২০২১ সাল পর্যন্ত মেয়াদে সুন্দরভাবে দায়িত্ব পালনে প্রবাসীদের আন্তরিক সমর্থন কামনা করেন তিনি।  

আরো পড়ুন: সৈয়দ আশরাফের মৃত্যুতে নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দোয়া মাহফিল

উল্লেখ্য,  ড. নবী বিশ্ববিখ্যাত টুথপেস্ট 'কোলগেট টোটাল' এর সহ উদ্ভাবক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ 'বুলেটস অব ৭১: অ্য ফ্রিডম ফাইটার’স স্টোরি'- এর লেখক। একাত্তরের মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর হয়ে নিপুণ সমর কৌশলের জন্য তাকে 'দ্য ব্রেইন' বলা হয়। 

ইত্তেফাক/এসআর