বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেদারল্যান্ডে কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি: বাংলাদেশ দূতাবাস

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৬:৪৫

নেদারল্যান্ডের উত্রেক শহরে সোমবার (১৮ মার্চ) ট্রামে গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোন বাংলাদেশী অভিবাসীর হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকায় প্রাপ্ত নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

উত্রেক পুলিশ সূত্রে পাওয়া সংবাদে ট্রামে গুলিবর্ষণের ঘটনায় তিন জন নিহত এবং ৮ থেকে ১০ জন আহত হওয়ার খবর জানা গেছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে উত্রেক পুলিশ গোকম্যান তানিস নামের সন্দেহভাজন এক ব্যক্তির পরিচয় প্রকাশ করলেও তাকে এখনও আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। ৩৭ বছর বয়সী এই ব্যক্তি জন্মসূত্রে তুরস্কের বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:  হামলাকারীর নাম কখনও মুখে আনবো না: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

উত্রেক শহরে বসবাসরত সকল বাংলাদেশি অভিবাসীকে ডাচ সরকারের নির্দেশনা অনুয়ায়ী নিরাপদে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলে দূতাবাস জানায়।

ইত্তেফাক/জেডএইচডি