শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়েত থেকে ফেরত পাঠানো হবে ১৫ লাখ প্রবাসীকে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০২:১২

কুয়েত থেকে ১৫ লাখ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। জনমিতিক ভারসাম্য আনতে আগামী সাত বছরে এই কাজ সম্পন্ন করবে দেশটির সরকার। আরবি ভাষার আল-কাবাস সংবাদপত্র এই তথ্য জানিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

কুয়েতি ও প্রবাসীদের মধ্যে একটি ভারসাম্য তৈরিতেই এই রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। কুয়েতে এখন প্রবাসীর সংখ্যা প্রায় ৩৩ লাখ। যেখানে কুয়েতের নিজস্ব জনসংখ্যা মাত্র ১৪ লাখ। অর্থাত্ নিজ জনসংখ্যার চেয়ে প্রবাসীর সংখ্যা দ্বিগুণের বেশি।

কুয়েতের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসীর সংখ্যা নিজস্ব নাগরিকের মোট সংখ্যার ২৫ শতাংশের বেশি হতে পারবে না। সেটা যদি কঠোরভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে ভারতের অন্তত ৬ লাখ এবং মিশরের ৩ লাখ মানুষকে তাদের দেশে ফিরে যেতে হবে। এই দুই দেশের জনসংখ্যা কুয়েতে সবচেয়ে বেশি। আছে বাংলাদেশিও। প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর ১০ শতাংশ হারে প্রবাসীদের দেশে ফেরত পাঠানো হবে। আর তাদের কাজের জায়গা দখল করবে কুয়েতিরা।

একই ধরনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরবও। দেশটি ১০ লাখ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। যা এরই মধ্যে শুরু হয়েছে।

ইত্তেফাক/আরকেজি