শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপন

আপডেট : ০৪ জুন ২০১৯, ১৯:৫০

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইউরোপেও উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বাঙালি অধ্যুষিত শহর প্যারিস, তুলুজ, স্টার্সবাগ, লীল, লিয়নসহ বেশ কয়েকটি শহরে বাঙালিরা ঈদ নামাজ আদায় করেন।

প্যারিসের পৃথক তিনটি স্থানে বাংলাদেশী মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। মেট্রো হোসে সকাল ৯টায় একটি জামাত ছাড়াও অভারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদ এবং বাংলাদেশ ইসলামিক সেন্টারে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন। জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন।

তবে ছুটির দিন না হওয়ায় অনেকে নামাজ শেষে যোগ দিবেন নিজ কর্মস্থলে। মেট্রো হোস জিমনেসিয়ামে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং পন্থা মেরীর সহকারী মেয়র কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে ঈদ নামাজ আদায় করেন এবং কুশলাদী বিনিময় করেন।

আরও পড়ুন: পুলিশের হাত থেকে শটগান কেড়ে নিয়ে গুলি করে স্কুলছাত্রকে হত্যা

দূর প্রবাসে নেই পরিবার পরিজন। তবু এখানকার প্রবাসীরা নিজেদের মধ্যে সুখ-দুঃখ ভাগাভাগি করে মেতেছিলেন ঈদ আনন্দে।

ইত্তেফাক/নূহু