শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত যুবকের লাশ দেশে পাঠাতে বন্ধুদের তহবিল

আপডেট : ১৪ জুন ২০১৯, ২১:৩৪

নিউইয়র্কের ব্রুকলিনে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবকের লাশ দাফনের জন্য দেশে ফেরত পাঠাতে তহবিল সংগ্রহ করছে তার বন্ধুরা। ২৯ বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ব্রুকলিনে উবারের খাদ্য ডেলিভারির কাজ করতেন।

তার বন্ধু মো. ফকরুল ইসলাম (২৪) জানান, আব্দুল্লাহ ছিলেন খুবই বন্ধুভাবাপন্ন, চমৎকার এবং সবসময় মাতিয়ে রাখার মতো মানুষ। পরিচিতদের মধ্যে তিনি খুব জনপ্রিয় ছিল। 

আব্দুল্লাহর ২০ জন বন্ধু ব্রুকলিনে চিকিৎসকের কাছে তার লাশ আপাতত রেখে দেয়ার অনুরোধ করেছেন। এমনকি তার মৃত্যুর সংবাদ শুনে ফ্লোরিডা থেকেও কিছু বন্ধু চলে এসেছেন। দাফনের আগে যারা তাদের বন্ধুকে একবার দেখার জন্যই ছুটে আসেন। লাশ দেশের মাটিতে ফেরত পাঠাতে সেসব বন্ধুরাই এই তহবিল সংগ্রহ করছেন। 

আরও পড়ুন : এবারের বাজেট উচ্চাভিলাষী: বিএনপি

গত রবিবার রাতে ডেলিভারির কাজ শেষে বাইকে ফিরছিলেন আব্দল্লাহ। এ সময় একটি প্রাইভেটকার মটর সাইকেলকে ধাক্কা দেয়। ওই গাড়ির নারী চালক মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার মাধ্যমে নরহত্যার অভিযোগ এনেছে পুলিশ। 

আব্দুল্লাহ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দেশে তার বাবা-মা ও চার ভাই বসবাস করেন। 

ইত্তেফাক/কেআই