শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জমকালো অনুষ্ঠান মালায় শেষ হলো টরন্টো থিয়েটার ফেস্টিভ্যাল

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০০:০৭

জাঁকজমক ভাবে পালিত হলো টরন্টো থিয়েটার ফেস্টিভ্যাল ২০১৯। ৬ ও ৭ জুলাই স্থানীয় বাংলাদেশ থিয়েটার টরন্টো, অন্যথিয়েটার টরন্টো এবং থিয়েটার ফোকস টরন্টো আয়োজিত এই নাট্যোৎসব অনুষ্ঠিত হয় ফেয়ারভিউ মিলনায়তনে।

উৎসবের প্রথম দিন ঢোল বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শুরু হয় সেমিনার। ‘অভিবাসীর নাট্যচর্চা: বাঙালীর রূপ-অরূপের খোঁজ’ বিষয়ে প্রবন্ধ পড়েন মিথুন আহমেদ। আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী এবং হাসান মাহমুদ। 

দ্বিতীয় দিন ‘বাংলা নাট্যচর্চা দেশে-বিদেশে’ শিরোনামে সেমিনার শুরু হয়। আকতার হোসেনের এই প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ অভিনেতা জন মার্টিন, আহমেদ হোসেন প্রমুখ। 

এতে নাটক ছাড়াও ষড় ঋতু নিয়ে নৃত্য পরিবেশন করে সুকন্যা নৃত্যাঙ্গন। উৎসব উপলক্ষে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়।

‘আন নব উল্লাস হিল্লোল’ শীর্ষক এ উৎসবে ৭টি নাটক মঞ্চস্থ হয়। প্রথম নাটক অন্যথিয়েটার টরন্টো’এর পরিবেশিত হয় লুৎফর রহমান রিটন রচিত এবং ফারহানা শান্তার একক অভিনীত ‘আত্মহননের পূর্বরাত্রিতে’।

আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে সৃষ্ট গুজবে কান দিবেন না: সেতু কর্তৃপক্ষ

এছাড়াও মঞ্চস্থ হয়- টেলস অফ বাংলাদেশী ডায়াস্পোরা, দর্পণ, হঠাৎ দেখা, ইচ্ছাপূরণ, এক যে ছিল দুই হুজুর এবং...’

শেষদিনের শেষ নাটক ছিলো অন্যথিয়েটার টরন্টো প্রযোজিত ‘অতঃপর হরেন মণ্ডল এবং’। মঞ্চস্থ নাটক গুলোর পরিবেশনা, উপস্থাপনা এবং অভিনয় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

ইত্তেফাক/অনি