শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জার্মানিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:১৫

জার্মানির বার্লিনে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বার্লিন শাখা। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, 'ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যার অবদান অনস্বীকার্য। তিনি হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুকে নিয়ে যতো বেশি আলোচনা হবে, বঙ্গমাতার অবদান ততো বেশি উদ্ভাসিত হবে। বঙ্গমাতার বিশালত্বের অজানা নতুন নতুন দিক উন্মোচিত হবে। বাংলার রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম চির ভাস্বর হয়ে থাকবে।'

আলোচনা সভায় সভাপতিত্বে করেন বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি রুবেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মালেক, রানা ভুইয়া, বাপ্পী তালুকদার, রতন সিকদার, মোহাম্মদ মোতালেব, আউয়াল খান, বেলাল হোসেন, মিজানুর হক খান প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি