শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নেদারল্যান্ডে ২১ আগস্ট স্মরণ

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২১:২৫

দি হেগস্থ বাংলাদেশ দূতাবাস ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা অনাড়ম্বরভাবে স্মরণ করেছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ কর্তৃক গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া গ্রেনেড হামলার ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়। 

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল দিবসটি উপলক্ষে এ হামলায় জড়িত সকলের বিচারে সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এ ঘটনার সুষ্ঠু বিচার বাংলাদেশে আইনের শাসনের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন: জবিতে লিখিত পরীক্ষায় মনোনীতদের তালিকা প্রকাশ

রাষ্ট্রদূত বেলাল প্রধানমন্ত্রীর বাণীর সূত্র ধরে রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকমুক্ত বাংলাদেশের সঙ্গে সুপ্রতিষ্ঠিত আইনের শাসনের প্রয়োজনীয়তার উপরও আলোকপাত করেন। 

ইত্তেফাক/নূহু