শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার আমিরাতে এক বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫

প্রাণঘাতী করোনাভাইরাসে মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক শুরু হয়েছে। ইতিমধ্যে এই ভাইরাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রাণ হারাচ্ছে। সেই সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সিঙ্গাপুরের পর এবার সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর মিলেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটিতে দুজন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর খালিজ টাইমসের

নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন বাংলাদেশি (৩৯) ও একজন ফিলিপাইনের (৩৪) বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। তাদের মধ্যে তিন জন পুরোপুরি সেরে উঠেছেন।

আমিরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কোনো নতুন রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এটা যেন না ছড়ায় সেজন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে জনগণের নিরাপত্তার জন্য।

এ দিকে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ইতিমধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৮ জন। গত বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রী করোনায় ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরবর্তীতে তা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছ।

দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত এই ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে আক্রান্ত হয়েছে দ্বিগুণ। প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ আগে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন। তা এখন বেড়ে ২০৪ জনে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রীও দেশটিতে প্রথম কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে। ইসরাইলেও করোনা ভাইরাসে প্রথম কেউ আক্রান্ত হওয়ায় খবর জানিয়েছে। আরব আমিরাতেও এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯ জন। এছাড়া মিশরে এক জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। এ ভাইরাসে মোট আক্রান্ত ৭৬ হাজার ২৮৮ জন এবং মারা গেছে ২ হাজার ৩৪৫ জন।

ইত্তেফাক/এমআর