শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টরন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪

কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ২৩ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। 

টরন্টোভিত্তিক বাংলাদেশি সাংস্কৃতিক গোষ্ঠী উদীচী শিল্পী গোষ্ঠী, আলম-পিয়া স্কুল অফ মিউজিক, বাচনিক এবং কনসুলেট জেনারেলের সদস্যরা দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপহার দিয়েছেন। তাদের পরিবেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাংলাদেশের গৌরবময় ও কষ্টসাধ্য অভিযাত্রা চিত্রিত হয়েছে।

অন্টারিও প্রদেশ সরকারের কর্মকর্তারা, টরন্টো ভিত্তিক কূটনীতিকরা, টরন্টো আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

ইত্তেফাক/ইউবি