বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বের সর্বোচ্চ টাওয়ারে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:০৭

বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে স্বাগত জানিয়ে এ সম্মান প্রদর্শন করে আরব আমিরাত।

আরব আমিরাতসহ সারা বিশ্বে যখন করোনা ভাইরাসে আক্রান্ত সেই দুঃসময়েও বন্ধুপ্রতিম দেশ আরব আমিরাত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয়  দিবসে বন্ধুত্ব, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সংহতি ও সম্মানের অনন্য নজির স্থাপনে বাংলাদেশের লাল সবুজের অপরূপ জাতীয় পতাকার লেজার শো বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করে বিশ্ববাসীকে যেভাবে জানান দিয়েছে তা খুবই বিরল। 

আরো পড়ুন: করোনা: কারখানা বন্ধের দাবিতে ঈশ্বরদী ইপিজেডে বিক্ষোভ

এমন সম্মান প্রদর্শন ও স্বীকৃতিতে আনন্দে উদ্বেলিত প্রবাসীরা। এ জন্য আরব আমিরাত সরকারকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন আবুধাবি বাংলাদেশ দূতাবাস, দুবাই বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। 

পাশাপাশি প্রিয় জন্মভূমি বাংলাদেশের সম্মানবৃদ্ধিতে আরব আমিরাতস্থ বাংলাদেশ মিশন কর্তৃপক্ষসহ যারা উদ্যোগ নিয়ে এমন একটি সুন্দর কাজ করে অনন্য অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও  অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।    

ইত্তেফাক/এএএম