শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাতারে করোনা ভাইরাসে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৭:৪৭

কাতারে করোনা ভাইরাসে প্রথম একজনের (৫৭) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ মার্চ) এ মৃত্যুর ঘটনা ঘটে। ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।

মৃত বাংলাদেশির ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, ওই বাংলাদেশি ৩৫ বছর ধরে কাতারে থাকেন।তিনি কাতারে ব্যবসা করতেন। সর্বশেষ গত ৬ ডিসেম্বর তিনি বাংলাদেশ থেকে কাতারে পৌঁছান। তার চার ছেলেমেয়ে রয়েছে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকে নানা রোগে ভুগছিলেন। ১৬ মার্চ তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছিল। শনিবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরো পড়ুন: ব্যাপকভিত্তিক পরীক্ষা জরুরি

গতকাল শনিবার পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে ৫৯০ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৪৫ জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/এএএম