বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পর্তুগালে করোনা থেকে সেরে উঠেও এক বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২০, ২০:৪০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর জহিরুল ইসলাম বাপ্পি (৩০) নামে পর্তুগাল প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি… রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হয়ে কিছুটা সুস্থ হওয়ার পর সোমবার ( ৪ মে) পর্তুগালের স্থানীয় সময় সকালে লিসবনের কারি কাবরাল হাসপাতালে ব্রেন ড্যামেজ হয়ে পর্তুগাল প্রবাসী জহিরুল ইসলাম বাপ্পি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নিহত জহিরুল ইসলাম বাপ্পি বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায় মাসালাহ রেস্টুরেন্ট ব্যবসা, লিসবন সেন্টার রুয়া কোষ্টা ও আলামেদা এলাকায় লিসবন নক নামক হোটেল ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন। নিহতের বাড়ি বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজী থানায়।

পর্তুগালে করোনায় আক্রান্ত হয়ে ব্রেন ড্যামেজে প্রথম প্রবাসী জহিরুল ইসলাম বাপ্পির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি অধ্যুষিত মার্তৃম-মনিজ এলাকায় সহ পুরো কমিউনিটিতে।

ইত্তেফাক/এসআই