শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আসসালামু আলাইকুম, ঈদ মোবারক: জাস্টিন ট্টুডো 

আপডেট : ২৪ মে ২০২০, ১২:৫৪

কানাডায় ঈদের আমেজ চলছে। দেশটিতে মুসলিমদের একটি অংশ শনিবার ঈদ উদযাপন করেন। রবিবার বাকীরা ঈদ উদযাপন করছেন।

এবার করোনা ভাইরাসের কারণে কানাডায় কোথাও ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। লকডাউনের ফলে গৃহবন্দি অবস্থায় চলছে ঈদ উৎসব।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

‘আসসালামু আলাইকুম’ বলে শুরু করে ‘ঈদ মোবারক’ বলে তার শুভেচ্ছা বক্তব্য শেষ করেন। 

বক্তব্যে ট্টুডো বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে দেশজুড়ে এবং বিশ্বজুড়ে মুসলমানরা এবার ব্যতিক্রমধর্মী ঈদুল ফিতর উদযাপন করছে। 

তিনি এবং তার স্ত্রী সোফি সকল মুসলিমদের প্রতি আন্তরিক শুভ কামনা জানান।

বাংলাদেশি এমএমপি ডলি বেগমও টরন্টো থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এক বার্তায় ডলি বলেন, রমজান মাসটি অনেক মুসলমানের উপাসনার অন্যতম অর্থবহ মাস। আমরা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবার ঈদ পালন করছি।

তিনি সকলের প্রতি ঈদ মোবারক জানিয়ে বলেন, করোনায় প্রাণ হারানো পরিবারের প্রতি সমবেদনা রইলো।

ইত্তেফাক/জেডএইচ