শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাবলিগ জামাতের ৮২ বাংলাদেশি সদস্য দিল্লিতে জামিন পেয়েছেন

আপডেট : ১১ জুলাই ২০২০, ১৯:৩৫

ভিসার শর্তাবলী লঙ্ঘন করে তাবলিগ জামাতে অংশগ্রহণ, ধর্মীয় প্রচার ও করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা অমান্য করার অভিযোগে গ্রেফতার ৮২ বাংলাদেশিকে জামিন দিয়েছে ভারতের নয়া দিল্লির একটি আদালত। 

এনডিটিভির এক খবরে বলা হয়েছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমহিনা কৌর প্রত্যেকের ১০ হাজার রুপির মুচলেকায় শুক্রবার জামিন দেন। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় বাংলাদেশিদের হাজির করা হয়। গত জুনে পুলিশ ৫৯টি চার্জশিট দাখিল করে। সেখানে ৩৬ দেশের ৯৫৬ জন বিদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।মামলায় অভিযুক্ত ৩১ দেশের ৩৭১ জন নাগরিক এখন পর্যন্ত জামিন পেয়েছেন। 

জামিন পাওয়া বাংলাদেশিরা আদালতে অভিযোগ স্বীকার করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। এর মাধ্যমে তারা কম সাজার আবেদন করবেন। 

উল্লেখ্য, গত মার্চে দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের কর্মসূচিতে যোগ দেন এই বাংলাদেশিরা। ওই তাবলিগ জামাতের অনেকেই করোনায় আক্রান্ত হন। 

ইত্তেফাক/ইউবি