শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অপেক্ষা করুন, ফাহিমের হত্যাকাণ্ড আরও বিস্তৃত: হ্যাসপিলের আইনজীবী

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৮:১৯

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত টেক জায়েন্ট ফাহিম সালেহ হত্যায় অধিকতর তদন্তে নেমেছে স্টেটটির পুলিশ এদিকে এই তরুণ উদ্যোক্তাকে হত্যায় আরও নাটকীয় নতুন মোড় অপেক্ষার ইঙ্গিত দিলেন ফাহিমের সন্দেহভাজন খুনি টাইরেস ডেঁভো হ্যাসপিলের আইনজীবী

এনওয়াইপিডি সূত্রে জানা গেছে, টাইরেস ডেঁভো হ্যাসপিলকে জামিন না দিয়ে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের পর কারাগারে পাঠানো হয়েছে

শনিবার তার আইনজীবী স্যাম রবার্টস এক বিবৃতিতে বলেন, আমরা সত্য ঘটনার প্রাথমিক অবস্থায় রয়েছি পুরো ঘটনা জানতে আরও সময় লাগবে তিনি দাবি করেন, মামলা দীর্ঘ এবং অধিকতর জটিল হবে

তার দাবি, একজনের গ্রেপ্তার অভিযোগের চেয়ে ফাহিম হত্যাকাণ্ড আরও বিস্তৃত ব্যাপারে তিনি জনসাধারণকে অপেক্ষা করতে বলেছেন

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে নিউইয়র্ক সিটির লোয়ার ইস্ট ম্যানহাটনের বিলাসবহুল কনডোমিনিয়াম (অ্যাপার্টমেন্ট) থেকে ফাহিমের টুকরো করা লাশ উদ্ধার করে পুলিশ নিহত ফাহিম সালেহ ২০১৫ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা করেন রাইড শেয়ারিং অ্যাপপাঠাও এই সাফল্যের ধারাবাহিকতায় পরে নাইজেরিয়ায় চালু করেন রাইড শেয়ারিং অ্যাপগোকাডা সরকার সেটি বন্ধ করে দিলে চালু করেন পার্সেল সার্ভিস সেটিও জনপ্রিয়তা পায় দেশটিতে এছাড়াও যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় আরো একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত টেক জায়ান্ট ফাহিম সালেহ

ইত্তেফাক/এসি