শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জার্মানিতে খোলা মাঠে ঈদের নামাজ আদায় 

আপডেট : ৩১ জুলাই ২০২০, ২০:০০

আজ শুক্রবার সকাল ৯টায় করোনাকালীন জার্মান সরকারের সব নিয়মনীতি মেনে বার্লিনে খোলা মাঠে কয়েকশত প্রবাসী বাংলাদেশিরা এক সঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন মাওলানা মোস্তাফিজুর রাহমান। 

ঈদের নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মিজানুর হক খান, মাসুদুর রহমান মাসুদ,  খলিলুর রহমান, দেলোয়ার হোসেন, আজিজুল রাহমান, এরশাদ আলম, মোহাম্মদ হাবিব কাজী, মোহাম্মদ তারা মিয়া, মো. মোশারাফ, আউয়াল খান,  রুবেল শরিফ, আবু তাহেরসহ আরো অনেকে।

রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের নিকট দেশবাসীর জন্য দোয়া চান। নামাজের পর মোনাজাতে মুসলিম উম্মার জন্য শান্তি কামনা, দেশবাসী ও বিশ্ববাসীর করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য এবং বাংলাদেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবার জন্য দোয়া করা হয়।

ইত্তেফাক/ইউবি