শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশসহ ১৮ দেশের সাথে আগস্ট পর্যন্ত ইতালির ফ্লাইট বন্ধ

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৩:০৮

মহামারী করোনার দ্বিতীয় প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ আরো ১৬ টি দেশের সাথে ইতালির ফ্লাইট ৩১ জুলাই পর্যন্ত বাতিলের পর পুনরায় এ সিদ্ধান্ত ৩১ আগস্ট পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পারেন্সা। সাথে নতুন করে আরো ২ টি দেশকে এ তালিকায় যুক্ত করা হয়েছে।

এছাড়াও চলমান জরুরী অবস্থার মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার দেশটির স্বনামধন্য পত্রিকা ‘ইল মেসাজ্জেরো’ এমন খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে ১৬ টি ঝুঁকিপূর্ণ দেশের সাথে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় ইতালি সরকার। তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ফ্লাইট বন্ধের এ সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেইসাথে এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরো দুটি দেশ।

ঝুঁকিপূর্ণ দেশগুলি হচ্ছে- আরমানিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, উত্তর মাচেদোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও রিপাবলিক ডোমেনিকান, ভারত, পাকিস্তান ও আমেরিকা। এছাড়াও নতুন করে যুক্ত হওয়া দেশ দুটি হল- রোমানিয়া ও বুলগেরিয়া।

ইত্তেফাক/এমআর