শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:৩৫

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ভারতের নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন। শনিবার ভারতের নয়া দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এ শ্রদ্ধা জানান।

এসময় ভারতে বাংলাদেশি হাই কমিশনার মুহাম্মাদ ইমরান জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে রুপান্তরিত করে এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আর এ স্বপ্ন আমাদের দেখিয়েছেন জাতির পিতার  সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারই সেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে অতিথিদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক

এসময় ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ হওয়া সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দোয়ার আয়োজন করা হয়। সেই সঙ্গে এক মিনিটের নিরবতা পালন করা হয়। এসময় উপ-হাই কমিশনার এ.টি.এম রোকিবুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইত্তেফাক/আরআই