শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ী খুন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৩:০৫

দক্ষিণ আফ্রিকার এমটাটায় প্রদেশে লিবুড়ি গ্রামে এক বাংলাদেশি ব্যবসায়ী খুন হয়েছেন। নুর মোহাম্ম লাভলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোনাইল পক্ষিমারী গ্রামের মৃত মৌলভী আমিনুর রহমান মাস্টারের ছেলে। 

দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী এক বাংলাদেশি ফোনে নিহতের পরিবারকে জানান, নুর মোহাম্মদ গত ১৩ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টায় আফ্রিকায় এমটাটায় লিবুড়ি গ্রামে তার মোদি দোকান বন্ধ করার সময় আফ্রিকান ৪ জন দৃর্বৃত্ত নুর মোহাম্মদের ওপর আক্রমণ করে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। মূহুর্তের মধ্যে রক্ত ক্ষরণে নুর মোহাম্মদ মৃত্যুর কুলেঢলে পড়েন। 

নিহতের ছোট ভাই নূর শহী জানান, তার ভাই গত ১৮ বছর ধরে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন।গত ৫ বছর আগে বাড়ি আসেন।এবং ৬ মাসপর আবার আফ্রিকায় কর্মস্থলে চলে যান। নিহত লাভলুর স্ত্রী ও ২ কন্যা রয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় নুরমোহাম্মদের পরিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশ গ্রহণ করেন। 
 
ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬ টায় জানাযা শেষে তার লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/কেকে