শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল আমিনুল ইসলাম

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২২:২৪

বাংলাদেশ কনসুলেট জেনারেল কুনমিং, চীনে কনসাল জেনারেল হিসেবে যোগদান করেছেন এ এফ এম আমিনুল ইসলাম। 

এর আগে কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামকে সিংগাপুরের হাই কমিশনার করা হয়। ফলে কুনমিংয়ের কনসাল জেনারেল পদটি শূন্য হয়। 

আমিনুল ইসলাম বিসিএস তথ্য ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা। তিনি তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও কয়েকটি মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি তথ্য অধিদপ্তরে প্রটোকল শাখায় কর্মরত থাকাকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সমূহের প্রেস কভারেজ বিষয়ে সংশ্লিষ্ট প্রেস উইং এর সাথে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ সফরে আগত বিভিন্ন দেশের ভিভিআইপির অনুষ্ঠানের প্রেস কভারেজের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার উইং এর সাথে লিয়াঁজো-সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন। 

আমিনুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার উইং এর পরিচালক, কনসুলার ও কল্যাণ উইংয়ের পরিচালক এবং বাংলাদেশ দূতাবাস ভিয়েতনামে কাউন্সিলর ও হেড অব চ্যান্সেরী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/জেডএইচ