শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্প্যানিশ মূলধারার রাজনীতিতে রাসেল হাওলাদার

আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৪:৪৫

স্প্যানিশ মূলধারার রাজনীতিতে যোগ দিলেন স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স সভাপতি রাসেল হাওলাদার। সম্প্রতি স্পেনের মূল ধারার রাজনীতির সিউদাদানোস দলে সম্পৃক্ত হয়েছেন তিনি।

গত ২৪ নভেম্বর সকালে সিউদাদানোস পার্টিতে নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎকার শেষে কাতালান পার্লামেন্টের হলরুমে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন রাসেল হাওলাদার। স্পেনের মূল ধারার রাজনীতির প্রথম বাংলাদেশি হিসেবে অনাড়ম্বরভাবে অভিষিক্ত হলেন তিনি। কাতালান পার্লামেন্টের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুখপাত্র  সুসানা বাল্টারেন গার্সিয়া এম পি তাকে অফিসিয়ালি সদস্য পদ প্রদান করেন। 

তিনি বলেন, 'স্পেনে বাংলাদেশের প্রায় ৪০ বছরের অভিবাসী হওয়ার ইতিহাস। বেড়ে  উঠেছে এখানে নতুন প্রজন্ম। পাশের দেশ ফ্রান্স ,পর্তুগাল ও  ইতালিতে মূল ধারার রাজনীতিতে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশিরা। কিন্তু এখানে অনেকেই ব্যবসা-বাণিজ্যে প্রতিষ্ঠিত হলেও মূল ধারার রাজনীতিতে পিছিয়ে রয়েছেন। সেই অভিপ্রায় থেকে বাংলাদেশকে তুলে ধরতে স্প্যানিশ মূল ধারার রাজনৈতিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সম্পৃক্ত হয়েছি।' এখন স্প্যানিশ মূল ধারায় বাংলাদেশকে সুউচ্চে তুলে ধরতে চান বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিউদাদানোস পার্টির সদস্য পাকিস্তানি বংশোদ্ভূত ইরফান মাজিদ রাজা, সমন্বয়কারী এশিয়ান কমিউনিটি ইন۔۔বার্সেলোনা ও স্থায়ী সদস্য আল রাশিদ ভুট্টো, খসে মারিয়া কানসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সিউদাদানোস দলটি স্পেনে অন্যান্য দলের তুলনায় নতুন হলেও রাজধানী শহর মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় তাদের রয়েছে শক্ত অবস্থান। ইতোমধ্যে মাদ্রিদের মেয়র নির্বাচনে তারা জয় লাভ করেছে। স্পেনের বার্সেলোনায় কাতালান সংসদ নির্বচনে ১৩৬ টি সদস্য পদের মধ্যে ৩৬ টি তাদের দখলে। তারা এই সংসদে সবচেয়ে বেশি আসন প্রাপ্ত দল।

ইত্তেফাক/জেডএইচডি