কানাডায় বড়দিন পালিত

কানাডায় বড়দিন পালিত। ছবি- ইত্তেফাক
কানাডা প্রতিনিধি০২:০৫, ২৬ ডিসেম্বর, ২০২০ | পাঠের সময় : ০.৬ মিনিট
কানাডায় যথাযোগ্য আনন্দঘন পরিবেশের মেরি ক্রিসমাস তথা বড়দিন পালিত হয়। তবে কোভিড-১৯’এর জন্য এ বছর তা উৎসব থেকে বিরত থাকার নির্দেশের কারণে ছিমছাম ভাবে পালিত হচ্ছে। সেই সাথে চলছে লকডাউন।
আজ এক বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এবার অন্যন্ত নিয়মনীতির মাধ্যমে কঠোর কাড়ারোপের ভেতর ত্রিসমাস উদযাপিত হচ্ছে। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, আমি এবং আমার পরিবা্রের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
উল্লেখ্য, জাস্টিন সব সময়ই তার পিতা পিয়ারে ট্রুডো প্রবর্তিত বহুজাতিক সংস্কৃতি ধারক-বাহক। তিনি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান-শিখ সকল ধর্মীয় সম্প্রদায়ের উৎসব যোগ দেন এবং শুভেচ্ছা জানান।
এদিকে আজ প্রধানমন্ত্রী জাস্টিনের ৪৯তম জন্মদিন।অত্যন্ত ঘরোয়া পরিবেশে জাস্টিনের জন্মদিন পালন করছে তার পরিবারের সদস্যরা।
ইত্তেফাক/কেকে