বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালয়েশিয়ায় সুয়ারেজ ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাংলাদেশি শ্রমিক নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:০৯

মালয়েশিয়ায় সুয়ারেজ ট্যাংক পরিষ্কার করতে নেমে  মারা গেছেন এক বাংলাদেশি শ্রমিক। বিষাক্ত গ্যাসের কবলে পড়ে ভুক্তভোগী বাংলাদেশির সঙ্গে আরও দুই মালয়েশিয়ান মারা গেছেন বলে । পানটাই দালাম এলাকায় শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে । এমনটি জানিয়েছে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম এফএমটি । 

পুলিশ  জানায়, ওই নর্দমার কাজে মোট ছয় ব্যক্তি নিয়োজিত ছিলেন। গ্যাসের কারণে শ্বাসকষ্ট শুরু হলে দুইজন কোনোমতে বেরিয়ে আসেন। বাকি চারজন সুয়ারেজ ট্যাংকের ভেতরে আটকা পড়েন।

দমকল বাহিনীর কর্মীরা এসে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি তিনজন মারা যান।

ওই এলাকার অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। কর্মীদের বিপজ্জনক পরিবেশে কাজে নামতে বাধ্য করা হয়েছে কি না, সেটি জানতে তদন্তের ঘোষণা দিয়েছে পুলিশ।

মালয়েশিয়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে গত কয়েক মাসে অন্তত ১০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

ইত্তেফাক/এআর