বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধ্য আফ্রিকায় বিদ্রোহীদের হামলায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী আহত 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৯:৪২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। শুক্রবারের এই হামলায় নিহত হয়েছেন বুরুন্ডির এক শান্তিরক্ষীও। জাতিসংঘের একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। 

জাতিসংঘ মিশনের বিবৃতিতে বলা হয়েছে,   শুক্রবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রিমারিতে একটি অভিযানে গিয়েছিলেন বাংলাদেশ ও বুরুন্ডির শান্তিরক্ষীরা। এসময় তাদের ওপর পরপর দুইবার হামলা চালায় বিদ্রোহীরা।

দ্বিতীয় হামলায় প্রাণ হারান বুরুন্ডির এক শান্তিরক্ষী। এঘটনায় আহত হয়েছেন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্যও।

আহত বাংলাদেশিদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ মিশন মিনুসকা। 

  গত ২৭ ডিসেম্বরের নির্বাচনে মধ্য আফ্রিকান দেশটির সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজিজের প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার পর থেকে আবারও সহিংসতা বেড়েছে। ২০০৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা। ২০১৩ সালে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি।গত কয়েক সপ্তাহে মধ্য আফ্রিকায় অন্তত সাতজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। 

ইত্তেফাক/এআর