কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত
সাইফুল্লাহ মাহমুদ দুলাল (কানাডা):০১:২৭, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় ইন্টারলাক সম্প্রদায়ের এলাকায় দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আসাদ চৌধুরী নামের তিন শিক্ষার্থী। তারা সবাই ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় পড়াশোনা করতো। তারা তিন বন্ধু উইনিপেগ থেকে প্রায় ১১৫ কিলোমিটার উত্তরে হেকলা অঞ্চল থেকে ফেরার সময় এই দুর্ঘটনায় মৃত্যু হয়।
এসময় আরসিএমপি তদন্তের জন্য মহাসড়কের একটি অংশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
সিবিসি থেকে জানা যায়, আর সি এম পি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় কানাডায় প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/এসআই