শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তারা প্রায় সবাই অভিবাসী

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৯

যারা ভাষা আন্দোলনের নানান গুরুত্বপূর্ণ কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, তারা প্রায় সবাই প্রবাসী। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল নকশাবিদ হামিদুর রহমান সপরিবারে মন্ট্রিয়লে বসবাস করতেন। ১৯৮৮ সালের ১৯শে নভেম্বর মন্ট্রিয়লে হামিদুর রহমান মৃত্যুবরণ করেন। 

খ্যাতনামা শিল্পী নভেরা আহমেদও ছিলেন হামিদুর রহমানের সার্বিক সহযোগী। নভেরাও বসবাস করতেন প্যারিসে। তিনি ২০১৫ সালের ৬ মে ফ্রান্সেই মৃত্যুবরণ করেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম কানাডা অভিবাসী। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৩ সালের ২০ নভেম্বর ভ্যাংকুভারে মৃত্যুবরণ করেন। তাঁর সহকর্মী আব্দুস সালাম বর্তমানে ভ্যাংকুভারে বসবাস করছেন। 

অপরদিকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেররুয়ারি…’ অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী দীর্ঘকাল ধরে লন্ডনে অভিবাসী।

ইত্তেফাক/এএএম