যুক্তরাষ্ট্রে অবস্থিত পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম) সেখানকার পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের পরিচালিত অপারেশন সার্চলাইটের নামে নির্বিচারে মানুষ হত্যার ঘটনায় এখনো ক্ষমা না চাওয়ার কারণে এই বিক্ষোভ হয়েছে।
এই বিক্ষোভের আয়োজক এইচআরসিবিএম-এর পরিচালক প্রিয়া সাহা জানান, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদাররা যেই গণহত্যা করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। সেইসঙ্গে পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে।
জানা যায়, বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ড, পতাকা ও স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা।
প্রিয়া সাহা জানান, যুদ্ধের সময় ধর্ষন ও লাখ লাখ মানুষকে মেরে ফেলার জন্যে আমরা পাকিস্তানে বিচারকার্য চাই।
ইত্তেফাক/টিআর