শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাপানে বাংলাদেশ দূতাবাসে মুজিবনগর দিবস পালন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:১৭

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকালে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে দিবসটির ওপর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্য প্রদান করেন। 

করোনা মহামারির বিপদসংকুল সময়েও স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাষ্ট্রদূত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।  

 

ছবি: ইত্তেফাক

এসময় রাষ্ট্রদূত গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা এবং সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা সকল মা-বোন ও মুক্তিযুদ্ধের সংগঠকদের প্রতি।

তিনি বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্র গঠনে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। একটি স্বাধীন সরকার ছাড়া একটি স্বাধীন রাষ্ট্র কল্পনাই করা যায় না। সেই প্রেক্ষাপটে ১৭ এপ্রিল তথা মুজিবনগর দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য দিন।’ 

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

ইত্তেফাক/এএএম