বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফ্রান্সে অভিবাসন প্রক্রিয়া পাঁচ বছরের জন্য স্থগিত করার পরামর্শ

আপডেট : ১৩ মে ২০২১, ১৫:২৭

ইউরোপের বাইরে সব দেশের ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া আগামী পাঁচ বছরের জন্য স্থগিতের আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রাক্তন প্রধান মিশেল বার্নিয়ার। এছাড়া সীমান্তে আরও কড়াকড়ি আরোপের ওপর জোর দিতে বলেছেন তিনি।

ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার ফ্রান্স-২ টেলিভিশনে দেওয়া বক্তব্যে বলেন, ‘আমি মনে করি, আমাদের তিন থেকে পাঁচ বছর অভিবাসন স্থগিত রাখা প্রয়োজন।’

তবে স্থগিতাদেশের মধ্যে শিক্ষার্থী ও শরণার্থীদের বাদ রাখার আহ্বান জানিয়েছেন বার্নিয়ার। তিনি ইইউ’র অন্যান্য সদস্যকে নিজেদের সীমান্তগুলো আরও বেশি সুরক্ষিত করার ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানান।

ফরাসি এই রাজনীতিবিদ মনে করেন, অভিবাসন প্রক্রিয়াকে ব্যবহারের মাধ্যমে স্বার্থ হাসিল করা বিভিন্ন সন্ত্রাসবাদী চক্রের নিজেদের মধ্যে যোগসূত্র থাকতে পারে।

এদিকে মিশেল বার্নিয়ারকে ২০২২ সালের নির্বাচনে মধ্য-ডানপন্থী পার্টি দ্য রিপাবলিকানসের প্রার্থী হিসেবে ধরে নেওয়া হচ্ছে। যদিও মূল লড়াইটা ইমানুয়েল ম্যাক্রোঁ ও ডানপন্থী মারিন লে পেনের মধ্যে হবে বলেই মনে করেন সবাই। 

ইত্তেফাক/জেএইচ