শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৫:০৭

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (২০ জুলাই) নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে খোলা মাঠে ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ঈদের নামাজ শেষে অনেকেই পশু কোরবানি সম্পন্ন করেছেন।

নিউইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে টমাস এডিসন হাইস্কুলের মাঠে, কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে। সকাল পৌনে ৯টায় একসঙ্গে প্রায় ১০ হাজার মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন। এখানে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুৎবা পাঠ করেন ইমাম শামসে আলী।

এর আগে আরেকটি ঈদ জামাতের উপস্থিত হন নিউইয়র্ক সিটির ডেমোক্রেট প্রাইমারিতে বিজয়ী মেয়র প্রার্থী ও বর্তমান ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ, সিটি কাউন্সিলম্যান (ডিস্ট্রিক্ট-২৪) জেমস এফ জেনারো, নিউইয়র্ক সিটি প্রাইমারি নির্বাচনে কুইন্স কাউন্টির সিভিল কোর্টের বিচারক পদে বিজয়ী অ্যাটর্নি সোমা সাঈদ, কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ক্রাউলি, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান বোর্ড অব ট্রাস্টির সদস্য আবু মোজাফ্ফরসহ বসবাসরত মুসল্লিরা। ঈদ জামাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী।

এদিকে নিউইয়র্কের ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, স্ট্যাটেন আইল্যান্ড, বাফেলোসহ বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নিউজার্সি, কানেকটিকাট, জর্জিয়া, টেক্সাস, মিশিগান, আটলান্টা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, পেনসিলভেনিয়াসহ যেসব রাজ্যে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি