শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কানাডায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আপডেট : ২২ জুলাই ২০২১, ০১:৫২

কানাডায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার ( ২০ জুলাই) কানাডায় বসবাসকারী মুসলিম সম্প্রদায় ধর্মীয় এ উৎসব পালন করে।

কোভিড পরিস্থিতির কারণে গত বছর থেকে ঈদের নামাজ স্থগিত ছিলো কানাডায়। পরিস্থিতির কিছুটা উন্নতির ফলে এবার সীমিত পরিসরে বিভিন্ন মাঠে, মসজিদে ঈদের নামাজের আদায় করতে দেখা যায়।

সাকিবুর রহমান হকান জানান, আগে যেখানে একসঙ্গে হাজারখানেক লোক নামাজ আদায় করতো, সেখানে এখন ২৫ জন করে সীমিত আকারে জামাত অনুষ্ঠিত হয়েছে। এমন চিত্র কানাডার সবখানেই।

এদিকে ঈদের রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফেসবুকে দেড় এক মিনিটের বক্তব্যে মুসলিম সম্প্রদায়কে বরাবরের মতো ঈদের শুভেচ্ছা জানান। অপর দিকে, অন্টারিও প্রদেশের সংসদ সদস্য ডলি বেগমও ঈদের শুভেচ্ছা জানান।

বরাবরের মতো এবারও টরন্টোতে কুরবানির মাংস বিভিন্ন খামার বাড়ি থেকে বিধি মোতাবেক সংগ্রহ করতে দেখা যায়।

ইত্তেফাক/জেডএইচডি