শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দক্ষিণ কোরিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭:২৫

দক্ষিণ কোরিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে। দেশটির রাজধানী সিউল সংলগ্ন গোয়াংজুরের একটি বৌদ্ধমন্দিরে এ দুর্গাপূজার আয়োজন করা হয়।

গত ১৬ ও ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়া পূজা পরিষদ এ পূজার আয়োজন করে। করোনা মহামারির কারণে এবারের পূজা ছোট পরিসরে এবং সরকারি বিধিনিষেধ মেনে উদযাপন করা হয়।

প্রতিদিন সকাল থেকে রাত দশটা পর্যন্ত ছিল এ আয়োজন। দুপুর থেকে রাত পর্যন্ত চলে দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ।

পূজা উদযাপন শেষে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হিন্দুদের ওপর হামলা, প্রতিমা ভাংচুর, ঘর-বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
 
ইত্তেফাক/এএএম