শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রুনাইয়ের বিভিন্ন শহরে বাংলাদেশি সবজির পসরা

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৮:২১

ব্রুনাইয়ের বিভিন্ন শহরে এখন সহজেই দেখা যায় বাংলাদেশি সবজির পসরা। তেল সম্পদে সমৃদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র ব্রুনাই দারুসসালাম। ২০১৫ সালের গণনা অনুসারে এই দেশের বর্তমান জনসংখ্যা মাত্র সাড়ে ৪ লক্ষ। ব্রুনাইতে প্রায় ২০ হাজারের মত প্রবাসী বাংলাদেশি আছে। এ সকল বাংলাদেশির অনেকেই এখন ব্রুনাইতে সবজি চাষের দিকে ঝুঁকছেন।

ব্রুনাইয়ের বিভিন্ন শহরে গড়ে উঠেছে বাংলাদেশি সবজির দোকান। সময়ের সাথে সাথে কদর বাড়ছে বাংলাদেশি সকল শাক-সবজির। ব্রুনাইতে উৎপাদিত দেশীয় সবজি বাঙ্গালী ছাড়াও ব্রুনাইয়ের স্থানীয় নাগরিক, ভারত ও পাকিস্তানীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়তে পারে সুন্দরবন

বাংলাদেশি মালিকানায় গড়ে উঠেছে ছোট-বড় মুদি দোকান। ব্রুনাইয়ের সবজি বাজার ছাড়াও এই সকল দোকানের সমানেই পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। জমি লিজ-বন্দোবস্ত নিয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বাঙ্গালীরা গড়ে তুলেছেন সবজি ক্ষেত। এ জমি থেকে উৎপাদিত বিভিন্ন রকমের দেশী সবজি বাংলাদেশি দোকানীদের চাহিদা মিটিয়ে ভারতীয় ও চাইনিজ সুপার সপ গুলোতেও সরবরাহ হচ্ছে।

ব্রুনাইয়ের বিভিন্ন শহর ঘুরে দেখা যায় বাংলাদেশি তাজা তাজা সবজি। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, শসা, মিষ্টি কুমড়া, পটল, করলা, ঢেঁড়স, লাল শাক, পুইশাক, কলমি শাক, পালং শাক সহ বিভিন্ন রকমের সবজি।

সাধারণ ক্রেতারা বলছেন, ব্রুনাইতে দেশীয় সবজি পেয়ে তারা খুবই খুশি। দাম রয়েছে ক্রেতা সাধারণের নাগালের মধ্যেই। প্রবাসী জীবনে দেশীয় সব ধরণের সবজি খেতে পারাটাও আনন্দের ব্যাপার বলে মনে করেন তারা।

ইত্তেফাক/বিএএফ